বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ফেসবুকে বন্ধে বিপাকে ৩ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা

ফেসবুকে বন্ধে বিপাকে ৩ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা

ফেসবুকে বন্ধে বিপাকে ৩ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

 

 

৭৭ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃকোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই সন্ধ্যায় ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়। এর আগে বিভিন্ন সময় সংঘাত, রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে কেন্দ্র করে এলাকাভিত্তিক ফোরজি সেবা বন্ধ রাখা হলেও এই প্রথম এত দীর্ঘসময় দেশজুড়ে মোবাইল নেট বন্ধ থাকল। পরে ২৩ জুলাই ধীরে ধীরে ব্রডব্যান্ড উন্মুক্ত করা হয়।

এদিকে টানা ১০ দিন বন্ধ থাকার পর রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে মোবাইল ফোরজি সেবা চালু হয়। তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টিকটক বন্ধই থাকবে। এ ছাড়া ব্রডব্যান্ড ছাড়া মোবাইল ইন্টারনেটে দেখা যাবে না ইউটিউব। তবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় ফেসবুকভিত্তিক প্রায় তিন লাখ ক্ষুদ্র উদ্যোক্তা বিপর্যয়ের মুখে পড়েছেন। কবে নাগাদ এসব সামাজিকমাধ্যম চালু হবে, তা-ও সুনির্দিষ্ট করে জানায়নি সরকার।

ফেসবুককে কেন্দ্র করে দেশে প্রায় তিন লাখ ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে উঠেছে। খাবার, পোশাক, গয়নাসহ নানা পণ্য অনলাইনে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। বিশেষ করে করোনার সময় চাকরি হারিয়ে অনেকেই ফেসবুকভিত্তিক ব্যবসা শুরু করেছিলেন। ফেসবুক বন্ধ থাকায় গত কয়েক দিন তাদের বেচাকেনা বন্ধ। একটি বুটিক পেজের স্বত্বাধিকারী আফসানা জানান, ফেসবুক চালু না হলে পথে বসতে হবে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক গতকাল এফ কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল কমার্স হয়ে উঠতে পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে ই-কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য ইকবাল বাহার জাহিদ ই-ক্যাবের ফেসবুক পেজে লেখেন, লাখো তরুণ-তরুণী অনলাইনে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছিল। যথেষ্ট সুযোগও তৈরি হয়েছিল ই-কর্মাস খাতে। অনলাইন ব্যবসা সচল রাখতে অবশ্যই ফেসবুক চালু করতে হবে।

ট্যাগ :

  • Sorry. No data so far.

  • Sorry. No data so far.

আরো পড়ুন