মঙ্গলবার, ৩০ মে ২০২৩

প্রাক বর্ষার ৩৫ মি.মি বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা

প্রাক বর্ষার ৩৫ মি.মি বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা

প্রাক বর্ষার ৩৫ মি.মি বৃষ্টিতেই নগরীতে জলাবদ্ধতা

বুধবার, ২৪ মে, ২০২৩

 

 

বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে নগরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া মানুষজন। বর্ষার মৌসুম ছাড়াও বৃষ্টি মানেই চট্টগ্রামের পথঘাট জলে ডুবে একাকার। তা হালকা কিংবা ভারী, যেই ধরনের বৃষ্টিই হোক না কেন।

বুধবার (২৪ মে) সকাল থেকে অবিরত হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী।গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে ৩৫ মি.মি । আর এতেই জলাবদ্ধতার কবলে পড়েছে নগরীর অনেক এলাকা।

দিনভর থেমে থেমে বৃষ্টির ফলে নগরীর বাকলিয়া, ডিসি রোড, আতুরার ডিপো, মুরাদপুর,চকবাজার ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, জলাবদ্ধতা নিরসনে প্রকল্প চলমান থাকায় নগরের বিভিন্ন নালা বন্ধ রয়েছে। এতে করে অল্প বৃষ্টি হলে নগরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

চাকরিজীবী আবদুর রহমান বলেন, সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে পরিমাণে কম। মার্কেটিংয়ে কাজ করি এজন্য বিভিন্ন এলাকায় যেতে হয়। এমনিতে বৃষ্টিতে ভিজে জবুথবু হয়ে গেছি। তার উপর বিভিন্ন এলাকায় পানির ওঠার কারণে চলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দুপুর ৩টা থেকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

ট্যাগ :

আরো পড়ুন