প্রিয় পাঠকঃপ্রথম নারী এবং আফ্রিকান হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হলেন ওকোনজো ইওয়েলা। নাইজেরিয়ার এ অর্থনীতিবিদ ৬৬ বছর বয়সে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক (ডিজি) পদে নির্বাচিত হয়েছেন। সোমবার ১৬৪ দেশের প্রতিনিধি তাকে নির্বাচিত করেন। ১ মার্চ থেকে তিনি দায়িত্ব পালন করবেন।
এ পদের জন্য ওকোনজো ইওয়েলার সবশেষ প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়ো মিয়াং হি। গত অক্টোবরে নাইজেরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়েলাকে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্ব বাণিজ্য সংস্থার অনেক সদস্য দেশ। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিরোধিতা করায়, নেতৃত্ব নিয়ে সংশয় দেখা দেয়। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইওয়েলাকে সমর্থন করায় প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান দক্ষিণ কোরিয়ার মিয়াং হি। ফলে সংস্থার মহাপরিচালক হন ইওয়েলা।
১৯৭৬ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করার পর এমআইটি থেকে পিএইচডি করেন ওকোনজো-ইওয়েলা। বিশ্বব্যাংকে ২৫ বছর তিনি কাজ করেছেন। টুইটারেও চাকরি করেছেন। কাজ করেছেন ভ্যাকসিন নেটওয়ার্ক গাভিতেও।