প্রিয় পাঠকঃবিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ার) গ্যাসের চাহিদাও বেড়ে যায়। মূলত এই কারণে ওই সময় সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।