বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত

পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত

পেঁয়াজ রফতানির অনুমতি দিল ভারত

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

 

 

৫৮০ বার পড়া হয়েছে

প্রিয় পাঠক:পেঁয়াজ রফতানিতে অনুমতি দিয়েছে ভারত। নতুন বছরের পহেলা জানুয়ারি থেকে পেঁয়াজ রফতানির আদেশ কার্যকর হবে বলে সোমবার জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা জানিয়েছে, ভারতের বাজারে গত চার সপ্তাহে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
এর আগে দেশের অভ্যন্তরীণ চাহিদা, স্থানীয় বাজারে দাম বাড়া ও কয়েকটি রাজ্যে সংকট থাকার কারণে গত সেপ্টেম্বর মাস থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।
বিশ্বে পেঁয়াজ রফতানিতে অন্যতম দেশ ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল, মালায়েশিয়া এবং শ্রীলংকা অন্যতম। এসব দেশগুলো ভারতের চালানের ওপর নির্ভর করে।
ভারতের ন্যাশনাল হার্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, গত চার সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম অর্ধেকের বেশি কমেছে।

ট্যাগ :

  • Sorry. No data so far.

  • Sorry. No data so far.

আরো পড়ুন