প্রিয় পাঠকঃবাজারে পেঁয়াজের ঝাঁঝ কমছেই না। প্রতিদিনই বাড়ছে দাম। সেঞ্চুরি হাঁকিয়েছে কয়েক দিন আগেই। এবার ভারতে পেঁয়াজের রপ্তানিতে মূল্যবৃদ্ধির খবরে দেশের বাজারে হঠাৎ করে আবার অস্থিরতা তৈরি হয়েছে।
জানা গেছে, পাইকারি বাজারে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম মণপ্রতি বেড়েছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা। রবিবার (২৯ অক্টোবর) দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ে নতুন আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকায়। গত শনিবার দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা।
আর দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। রবিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, যা শুক্র ও শনিবার ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।
ব্যবসায়ীরা ভারতে পণ্যটির দাম বৃদ্ধি এবং দেশে সরবরাহ কমে যাওয়াকে দাম বাড়ার যুক্তি হিসেবে দেখাচ্ছেন। যদিও দেশের বাজারে এখনো ভারতের বর্ধিত মূল্যের পেঁয়াজ আসেনি। অসাধু সিন্ডিকেট বিনা কারণেই দাম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।