শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারে বড় দরপতন

বিমা খাতেই পুঁজিবাজারের রক্ষা

বিমা খাতেই পুঁজিবাজারের রক্ষা

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

 

 

৫৩০ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃসপ্তাহের শেষ কার্যদিবসেও পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) শেয়ার বিক্রির চাপে ব্যাংক-বিমা এবং আর্থিক খাতসহ সব কয়টির শেয়ারের দাম কমেছে। আগের দিন বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বন্ধ ছিল পুঁজিবাজার।
দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২১৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হলো।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, হঠাৎ করে করোনার প্রভাব বাড়ায় বিনিয়োগকারীদের মধ্য গুজব ছড়িয়ে পড়ে যে আবারও লকডাউনে যেতে পারে দেশ। পুঁজিবাজারসহ দেশের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়বে। তাই হাতে নগদ অর্থ রাখার জন্য বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়। পাশাপাশি আজ লেনদেন শুরুর সোয়া এক ঘণ্টা পর ডিএসইর ওয়েবসাইট হ্যাক হয়। এতে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েন। ফলে পুঁজিবাজারে বড় দরপতন হয়।
ডিএসইর তথ্যমতে, বৃহস্পতিবার প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮১ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৩৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৩ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৭ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৩৭ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৭৩ পয়েন্টে।

ট্যাগ :

আরো পড়ুন