বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

পরিবহন ধর্মঘটের জের, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

পরিবহন ধর্মঘটের জের, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

পরিবহন ধর্মঘটের জের, চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

 

 

২৮৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচট্টগ্রামে ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ১৫ দফা দাবিতে কনটেইনার পরিবহনের প্রাইম মুভার (ট্রেইলার), কাভার্ডভ্যান ও ট্রাকসহ পণ্যবাহী গাড়ি বন্ধ রাখায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে বন্দরে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে পণ্যবাহী গাড়ি ঢুকতে পারেনি বন্দরে। এ কারণে বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবির জেটি ও ইয়ার্ডে লোড-আনলোডে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এর ফলে উদ্বেগ দেখা দিয়েছে আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ বন্দর ব্যবহারকারীদের মধ্যে।

১৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ট্রাক ও কাভার্ডভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না এবং এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে। ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ডভ্যানচালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে, অবিলম্বে লাইসেন্স দেয়া চালু করতে হবে ইত্যাদি।

চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মাইনুদ্দিন জানান, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ১৫ দফা দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা তাদের ডাকে সাড়া দিয়ে পরিবহন বন্ধ রেখেছি।

ট্যাগ :

আরো পড়ুন