প্রিয় পাঠকঃবিশ্বের ১শ’ দেশের সমুদ্র বন্দর নিয়ে লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৯ ধাপ পিছিয়ে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের অবস্থা ৬৭তম।
করোনার প্রভাবে ২০২১ সালে প্রকাশিত তালিকায় ছন্দপতন ঘটেছে চট্টগ্রাম বন্দরের। সোমবার (২৩ আগস্ট) রাতে লয়েডস লিস্ট এ তালিকা প্রকাশ করা হয়। চীনের সাংহাই বন্দর তালিকার শীর্ষে আছে।
বিশ্বের বন্দরগুলোর কাজের গতি ও কনটেইনার পরিবহনের হিসাব করে ২০১৩ সাল থেকে প্রতিবছর বিশ্বের শীর্ষ ১০০টি বন্দরের তালিকা করে লয়েডস লিস্ট।