প্রিয় পাঠকঃগ্রাহকের পাওনা বুঝিয়ে না দিলেও “ধন্যবাদ উৎসবের” মধ্য দিয়ে নতুনভাবে পণ্য বিক্রি শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর গত রাত থেকে প্রতিষ্ঠানটি বেচাকেনা শুরু করে।
তবে আগের সার্ভার এখনো উদ্ধার না হওয়ায় নতুন সার্ভারে ব্যবসা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এবারের ক্যাম্পেইনে নেই আগের মতো বিশাল ডিসকাউন্ট সুবিধা।
এদিকে, আগের সার্ভার উদ্ধার ও নতুন ব্যবসা পুরোপুরি শুরুর পর দেনা পরিশোধের আশ্বাস দিয়েছে ইভ্যালি। প্রতারণার একাধিক মামলায় ১ বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
এছাড়া সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও চেক প্রতারণার মামলায় রাসেল ও শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ জারি করে ঢাকার একটি আদালত।