প্রিয় পাঠকঃ লাল-সবুজের বাংলাদেশি পতাকাবাহী ওশান গোয়িং শততম বাণিজ্যিক জাহাজ ‘এমভি জাহান-১’। বিশ্বের এক বন্দর থেকে অন্য বন্দরে শুভেচ্ছাদূত হিসেবে ওড়াবে বিজয় নিশান।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের এসআর শিপিং।
বুধবার (১২ জুন) জাহাজটি পরিদর্শন করেছেন নৌবাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ, অর্থলগ্নিকারী বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা, বিমা কোম্পানির কর্মকর্তা, শিপ ক্লাসিফিকেশন সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার। জাহাজের ড্রাফট (পানির ভেতরের অংশ) ৯ দশমিক ৬ মিটার। জাহাজের অপারেশনাল কাজ শুরু হয়েছে। জাহাজটি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে চট্টগ্রাম পৌঁছেছে। দুয়েকদিনের মধ্যে এটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে বাংলাদেশের পতাকাবাহী শততম জাহাজ।
এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, জাহাজটি পানামায় নিবন্ধিত ছিল। এটির মালিক ছিলেন জাপানের ব্যক্তি। এমভি জাহান-ওয়ানসহ এখন এসআর শিপিংয়ের মোট ২৪টি জাহাজ রয়েছে। শিগগিরই বহরে আরও একটি জাহাজ যুক্ত হতে যাচ্ছে। এটি হলে মোট জাহাজ হবে ২৫টি।