শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দুর্নীতির ধারণা সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে ২ ধাপ পেছালো বাংলাদেশ

বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

 

 

৬৮০ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃদুর্নীতির ধারণা সূচকে আরো দুই ধাপ পিছিয়ে এখন ১২তম অবস্থানে বাংলাদেশ। তবে গত বছরের মতোই স্কোর রয়েছে ২৬। দুর্নীতির ধারণা সূচক ২০২০ প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৪৬তম। এক্ষেত্রেও ২০১৯ এর তুলনায় অবস্থান অপরিবর্তিত রয়েছে। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩১টি দেশের মধ্যে বাংলাদেশ চতুর্থ সর্বনিম্ন অবস্থানে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভুটান।
ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের ক্ষেত্রে দুর্নীতি দমনে হতাশাজনক চিত্রের জন্য ক্ষমতার অপব্যবহার, গণতন্ত্রের জবাবদিহির কার্যকারিতার অবদমন, বিচারহীনতার সংস্কৃতিসহ বিভিন্ন উপাদান প্রভাব ফেলেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর করোনা মোকাবিলায় নানান দুর্নীতি, উচ্চপর্যায়ের দুর্নীতিগ্রস্ত ‘রুই–কাতলা’দের বিচারের আওতায় আনার ঘাটতি, রাষ্ট্রীয় খাতে কেনাকাটায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম, গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার বিষয়গুলোও একইভাবে দায়ী। দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে। ব্যাংক খাতের দুর্নীতি তো আছেই।
দুর্নীতি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক বছর আগেই জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিলেন। দেশে দুর্নীতির বেশ কিছু বড় ঘটনা ইতোমধ্যে ধরা পড়েছে এবং হেভিওয়েট অভিযুক্তদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে।

ট্যাগ :

আরো পড়ুন