শনিবার, ০৯ নভেম্বর ২০২৪

দুদকের মামলায় খালাস চেয়ে ডেসটিনির চেয়ারম্যানের আপিল

দুদকের মামলায় খালাস চেয়ে ডেসটিনির চেয়ারম্যানের আপিল

দুদকের মামলায় খালাস চেয়ে ডেসটিনির চেয়ারম্যানের আপিল

সোমবার, ৭ নভেম্বর, ২০২২

 

 

২২৮ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃদুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। পাশাপাশি জামিন আবেদনও জানিয়েছেন তিনি। সোমবার (৭ নভেম্বর) দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এসব আবেদন করা হয়েছে।

এর আগে ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপ পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রাজধানীর কলাবাগান থানায় ডেসিটিনির কর্তাব্যক্তিসহ অন্যদের বিরুদ্ধে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্লান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের দুটি মামলা করেন।

তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। হারুন-অর-রশিদ ও রফিকুল আমিন দুই মামলাতেই আসামি।

ট্যাগ :

আরো পড়ুন