শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

দুদকের ডাকে সাড়া নেই পিকে হালদারের বান্ধবীর

পিকে হালদারের ৬২ সহযোগী

পিকে হালদারের ৬২ সহযোগী

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

 

 

৬৫১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠক:তলব করার পরও দুদকে হাজির হননি তিন হাজার ৬০০ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে পলাতক পিকে হালদারের বান্ধবী অবন্তীকা বড়াল। গত ২২ ডিসেম্বর (মঙ্গলবার) তাকে হাজির হতে তলব করে ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৮ ডিসেম্বর) তার দুদকে হাজির হওয়ার কথা ছিল।
দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানান, তলবে তিনি হাজির হননি। যেহেতু তিনি হাজির হননি তাহলে পরবর্তী প্রক্রিয়া কি হবে জানতে চাইলে দুদক আইনজীবী জানান, আইন তার নিজস্ব গতিতে চলবে।তিনি আরও জানান, পিকে’র বান্ধবী অবন্তীকা বড়াল পিপলস লিজিংয়ে রিসিপশনিষ্ট হিসেবে চাকরি করতো। তার একাউন্টে পিকে হালদারের অর্থের লেনদেন হতো, সে বিষয়েই জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল।
এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন, আলোচিত প্রশান্ত কুমার হালদার পলাতক থাকা অবস্থায় দেশে থাকা বান্ধবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার একাধিক বান্ধবীর খোঁজ পাওয়ার কথাও জানিয়েছিলেন দুদক আইনজীবী।

ট্যাগ :

আরো পড়ুন