প্রিয় পাঠকঃদুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হয়েছেন জান্নাতুল ফেরদৌসী রুপা। অব্যাহতি পাওয়া এই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে জি কে শামীমসহ বিভিন্ন আসামিদের জামিন পেতে সহায়তা ও অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগ তদন্ত করছে দুদক।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার সময় দুদক কার্যালয়ে হাজির হন জান্নাতুল ফেরদৌসী রুপা। দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বিকেলে দুদক থেকে বেরিয়ে যাওয়ার সময় রুপা সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। কাউকে জামিন দেওয়া আমার এখতিয়ার না একমাত্র আদালতের এখতিয়ার। সরকারি আইনজীবীদের কথায় আদালত কখনো জামিন দেন না।