প্রিয় পাঠকঃবোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হলেও নতুন দামে বেশিরভাগ দোকানেই তেল মিলছে না বলে অভিযোগ করছে ভোক্তারা।
খুচরা বিক্রেতারা বলছেন, গতকাল থেকে কার্যকর হওয়া নতুন দামের তেল পাওয়ার পর কম দামে বিক্রি করতে পারবেন তারা।
একই অবস্থা খোলা সয়াবিন তেল বিক্রিতেও। নির্ধারিত দামে তেল কিনতে না পারায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১৭৮ টাকা। আগের দাম ছিল ১৯২ টাকা।
এ ছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১৫৮ টাকা। নতুন দাম দ্রুত কার্যকরে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের।