বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

তামিম কি তাহলে সাকিব-হাথুরুসিংহের ষড়যন্ত্রের বলি হলেন?

তামিমের সঙ্গে যা হয়েছে তা নোংরামি, ইতরামি, ছোটলোকি

তামিমের সঙ্গে যা হয়েছে তা নোংরামি, ইতরামি, ছোটলোকি

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

 

৬৫ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃতামিম কি তাহলে সাকিব-হাথুরুসিংহের ষড়যন্ত্রের বলি হলেন? বিশ্বকাপ দল উড়াল দেওয়ার পর ভিডিও বার্তায় মুখ খুললেন এই বাঁ হাতি ওপেনার। তিনি সরাসরি না বললেও তার বক্তব্য থেকে এটা ষ্পষ্ট যে তিনি কারও বলির পাঁঠা হয়েছেন।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন ২৮ সেপ্টেম্বর। এ সময়ের দুই দিন আগেই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা— চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।

গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না— এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না।’

তামিম এমন শর্ত না দিলেও, তার চোটের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন। যে তিনি সবগুলো ম্যাচে হয়তোবা খেলতে পারবেন না।

তামিম বলেন, ‘আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।’

ট্যাগ :

আরো পড়ুন