বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

তামিমের সঙ্গে যা হয়েছে তা নোংরামি, ইতরামি, ছোটলোকি

তামিমের সঙ্গে যা হয়েছে তা নোংরামি, ইতরামি, ছোটলোকি

তামিমের সঙ্গে যা হয়েছে তা নোংরামি, ইতরামি, ছোটলোকি

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

 

 

৪৭ বার পড়া হয়েছে

আনিস আলমগীরঃ
তামিম ইকবালের ভিডিও দেখলাম, আমি তাকে বিশ্বাস করছি।‌ সে যদি এবার বিশ্বকাপে খেলতো বাংলাদেশ যে বিরাট কিছু অর্জন করত সেটা আমি বিশ্বাস করিনা কিন্তু তার সঙ্গে যেটা হয়েছে সেটা যে সম্পূর্ণ নোংরামি, ইতরামি, ছোটলোকি তাতে কোনো সন্দেহ নেই।
এই দেশে সর্বত্র এখন ছোটলোকদের রাজত্ব, ইতরদের জয়জয়কার চলছে। প্রধানমন্ত্রী যাকে অনুরোধ করে অবসর থেকে ফিরিয়ে আনেন তাকেও খেলতে দেওয়া হয় না মিথ্যা প্রোপাগান্ডা এবং কারসাজি করে। ইতররা এতই শক্তিশালী তাদের থাবা তামিমের পরিবারের ক্রিকেট-সদস্যদের ওপর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তাকে যদি না খেলানোর ইচ্ছা থাকতো সেটাও সুন্দরভাবে সমাপ্তি দেওয়া যেত। আলোচনা করে ক্রিকেটের স্বার্থে তাকে পাশে বসিয়ে টিম ঘোষণা করা যেত।
যে দেশে বীরেরা সম্মান পায় না, সেই দেশে বীর জন্মায় না। চারিদিকে লুটেরা, ইতর, ছোটলোক জন্ম নিয়ে কিলবিল করে শুধু।

লেখকের ফেসবুক থেকেঃ

ট্যাগ :

আরো পড়ুন