প্রিয় পাঠক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, তাপস করোনার সময়ে ব্যবসায়ীদের পাশে না দাঁড়িয়ে বুলডোজার দিয়ে তাদের দমন করেছেন। একই সঙ্গে সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার মালিকাধীন মধুমিতা ব্যাংকে হস্তান্তরের অভিযোগ করেন খোকন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ফুলবাড়িয়া মার্কেট-২ এ দোকান উচ্ছেদ করায় যে সব দোকানি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে হাইকোর্টের কদমফোয়ারা মোড়ে মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন সাঈদ খোকন।
তিনি আরো বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই দুর্নিতির বিরুদ্ধে গলাবাজি করছেন তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে তাপসকে দুর্নীতিমুক্ত হওয়ার আহ্বান জানান সাঈদ খোকন।