শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

ডলার সংকটঃপ্রভাবে জনজীবনে নাভিশ্বাস

ডলার সংকটঃপ্রভাবে জনজীবনে নাভিশ্বাস

ডলার সংকটঃপ্রভাবে জনজীবনে নাভিশ্বাস

সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

 

 

৩৪৩ বার পড়া হয়েছে

জুবায়ের সিদ্দিকীঃদেশে ডলার সংকট কোনভাবেই কাটছেনা।অর্থনীতি ও মানুষের জীবন পদে পদে হোঁচট খাচ্ছে।ব্যহত হচ্ছে শিল্পোৎপাদন।ব্যবসায়ীরা দরকারি পণ্যের ঋণপএ খুলতে পারছেনা।চাপে আছে সরকার।সরকার ডলার যোগাড়ে মরিয়া।মার্কিন মুদ্রা ডলার একাই অর্থনীতির সব সূচকে অস্থিরতার মধ্যে রেখেছে।প্রায় একবছর ধরে এর উত্তাপ পড়ছে নিত্যপন্যের বাজারে।বিপাকে সাধারন মানুষ।

অতি সতর্ক সরকার ডলারে মজুদ ধরে রাখতে মরিয়া হয়েও একে এখনো স্থিতীশীল করতে পারেনি।ডলার সংকটের প্রভাবে চলতি বছর হজ যা্এার ব্যয় বাড়ার ইঙ্গিত দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল আলম খান।এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেছেন,কোন অবস্থাতেই আমরা হজের খরচ বাড়াতে চাইনা।যে খরচ গত বছর হয়েছিল সেটাই রাখার চিন্তা করছি।এরপরেও খরচ বাড়বে।তবে সৌদি আরব বাংলাদেশ হজ ২০২৩ সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা এবছরও একটি সুন্দর হজ ব্যবস্থাপনায় অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছি।শুধু হজের ব্যয় বাড়ছে তা নয়,ডলারের কারনে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম প্রতিদিন বাড়ছে।এতে সাধারনমানুষের জীবনযাএার ব্যয় বেড়ে যাওয়াতে নাভিশ্বাস উঠেছে জনজীবনে।

ট্যাগ :

আরো পড়ুন