শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

ছাগল নিয়ে ছাগলামি !!!!!

বুধবার, ১৯ জুন, ২০২৪

 

 

৬৯ বার পড়া হয়েছে

আশরাফ আহমেদঃ
পাগলে করলে হয় পাগলামি। আর যদি ছাগলে করলে কি হয়?ব্যকরণগত ত্রটি থাকলেও তা হয়তো হয় ছাগলামিই!!!!।এক কোরবানির ছাগল নিয়েই দেশে সোরগোল কান্ড বেঁধে গেল।১২ লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হওয়া এক তরুন এখন দেশ জুড়ে খবরের শিরোনাম।সর্বশেষ খবর অনুযায়ী সেই ছেলে নাকি এনবিবারের বড় কর্তার নয়।তিনি ষড়যন্ত্রের শিকার বলে গণমাধ্যমের কাছে দাবী করছেন। তিনি এখন আইনের আশ্রয় নেয়ার কথা বলছেন। আর আলোচিত সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মো. ইমরান হোসেনও সুর পাল্টাতে শুরু করেছেন।এক ছাগল কান্ডেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়।কোরবানি আর কোরবানির ত্যাগের শিক্ষা এখানে গৌণ হয়ে পড়েছে।

আলোচিত তরুণের নাম মুশফিকুর রহমান ইফাত।এতাদিন প্রচার হয়েছে তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এবং কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইবুনারের প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের । তবে বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

বুধবার মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ইফাত নামের আমার কোনো ছেলে নেই। এমনকি আত্মীয় বা পরিচিতও নন। আমার একমাত্র ছেলে, তার নাম তৈাফিকুর রহমান। একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।সামাজিক মাধ্যমে আমার ছবি ও নাম ব্যবহার করায় আমি বিব্রত বোধ করছি।
এখনতো আলোচিত তরুণ ইফাতের পারিবারিক পরিচয়ের সন্ধানে নেমে পড়েছেন অনেকে। তিনি যদি এনবিআর কর্মকর্তা মতিউরের রহমানের ছেলে না হন, তাহলে তার পারিবারিক পরিচয়ইবা কি?

ধানমন্ডির বাসিন্দা ইফাত ১৫ লাখ টাকার ছাগল ছাড়াও ৪টি গরু কিনেছেন। সব মিলিয়ে অর্ধকোটি টাকার কোরবানি দিচ্ছেন। এসব পশু তিনি আলোচিত সাদিক এগ্রো থেকে কিনেছেন।

সাদিক অ্যাগ্রো ফার্মের কর্ণধার মো. ইমরান হোসেন বলেন, ইফাত নামের এক ক্রেতা আমাদের কাছ থেকে খাসিটি ১২ লাখ টাকায় কিনে নেন। আমরা খাসিটির দাম ১৫ লাখ টাকা চেয়েছিলাম। এক লাখ টাকা বুকিং দিয়েও তিনি খাসিটি আর নিতে আসেননি। সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করে খাসিটি নেওয়ার কথা ছিল ১২ জুন। আমরা ১১ জুন রাত থেকে ওই ক্রেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু আমরা এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি। আমরা এখনো তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু সে ফোন ধরছে না। ওই ছেলের বাবাও রাজস্ব কর্মকর্তা নন। তার বাবা বিদেশে থাকেন।

এদিকে আলোচিত ছাগল নিয়ে তার জন্ম বৃত্তান্ত দিয়েছেন সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন।
যে ছাগলের দাম নিয়ে এত জল্পনা কল্পনা, তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল। এ জাতের নাম ‘বিটল’ এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সাদিক অ্যাগ্রো। আলোচিত ওই ধূসর বাদামি রঙের ছাগলটির ওজন ১৭৫ কিলোগ্রাম এবং উচ্চতা ৬২ ইঞ্চি। প্রায় দুই মাস আগে এটিকে যশোরের একটি হাট থেকে ১০ লাখ ৩৫ হাজার টাকায় কেনে সাদিক এগ্রো।

ইফাত ওই খাসির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। পাশাপাশি একটি খাসি সঙ্গে নিয়ে ইফাতকে উচ্ছ্বসিত ভঙ্গিতে এক ভিডিওতে বলতে শোনা যায়, ‘১১ই জুন এটি ধানমণ্ডি-৮-এ ডেলিভারি দেওয়া হবে। এ রকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।’ এ রকম খাসি আমরা সামনাসামনি দেখিনি। আমার জীবনে প্রথম দেখা এটা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে, তাই হইছে। এর থেকে বেশি কিছু আর কী বলব।

ট্যাগ :

আরো পড়ুন