প্রিয় পাঠকঃচট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।বুধবার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির খবর জানানো হয়।
একই সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীনে ঘোষিত চার উপ কমিটিও বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।
দক্ষিণ জেলা ছাত্রলীগের অধীন বিলুপ্ত উপ কমিটিগুলো হলো- বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ, আলাওল সরকারি কলেজ শাখা ছাত্রলীগ এবং সাতকানিয়া কলেজ শাখা ছাত্রলীগ।
উল্লেখ্য, ২০১৭ সালে ১৪ অক্টোবর এসএম বোরহান উদ্দিনকে সভাপতি এবং আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ২০২০ সালের ৪ মার্চ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।