বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতিতে

চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতিতে

চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতিতে

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

 

 

৪৬৬ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম কাস্টমস হাউসের সিঅ্যান্ডএফ এজেন্টরা।বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি শুরুর পর কাস্টমস হাউজে শুল্কায়ন বন্ধ রয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বুধবার সিএন্ডএফ এজেন্ট মেসার্স প্রাইম ক্লিয়ারিং হাউস থেকে বড় অংকের ঘুষ দাবি করে এক কাস্টমস কর্মকর্তা। এ নিয়ে কাস্টমস কর্মকর্তার সাথে সিঅ্যান্ডএফ এজেন্টের কথা কাটাকাটি হয়। এর প্রেক্ষিতে কাস্টমস কর্মকর্তা ওই এজেন্টের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে তার লাইসেন্সটি স্থগিত করে দেয়া হয়।
স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার, ঘুষ, দুর্নীতিসহ স্পিড মানির নামে আদায়কৃত সকল প্রকার অবৈধ লেনদেন বন্ধসহ ছয় দফা দাবিতে তারা এ কর্মসূচি পালন করছে। তাদের দাবিগুলো হলো, মূল বা রেফারেন্স লাইসেন্স বাতিল বা স্থগিত হলে সংশ্লিষ্ট পারমিট বাতিল বা স্থগিতের নিয়ম বাতিল করতে হবে, দেশের সকল কাস্টম হাউস বা শুল্ক স্টেশনে অভিন্ন শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করে শুল্কায়নে ইতোপূর্বে বার বার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী আমদানিকারকদের অসম প্রতিযোগিতা থেকে রক্ষা করতে হবে।
এছাড়া তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ও চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে আলোচনার ভিত্তিতে গৃহীত সকল সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, সকল পর্যায়ের শুল্ক কর্মকর্তা কর্তৃক শুল্ক আইন, বৈধ এসআরও ও আলোচনার মাধ্যমে গৃহীত ইতিবাচক সিদ্ধান্তগুলো অমান্য করার প্রবণতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ট্যাগ :

আরো পড়ুন