জুবায়ের সিদ্দিকীঃআগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দৌঁড়ঝাপ শুরু হয়ে গেছে।চট্টগ্রামে আওয়ামীলীগের মনোনয়ন চাইতে পারেন একাধিক নতুন মুখ।এদের মধ্যে সাবেক যুবলীগ নেতা, আওয়ামীলীগের দ্বিতীয় সারির নেতা, শিল্পপতি ব্যবসায়ী রয়েছেন। যারা দলের নেতাকর্মীদের কাছে নতুন লীগ নামে পরিচিতি পেয়েছেন।তবে তাদের প্রভাব প্রতিপত্তিও কম নয়।
ইতোমধ্যে এসব নেতা মিডিয়াতেও বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করছেন।এাণ সামগ্রী ও দান সদকা করছেন।আবার অনেকে ঢাকায় মন্ত্রীপাড়া কিংবা দলের শীর্ষ নেতাদের কাছে যাতায়াত করছেন।তদবির ও যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন।
বিগত ১৪ বছর আওয়ামীলীগ একটানা ক্ষমতায় থাকার সুযোগে অর্থ ও সম্পদের পাহাড় গড়া এসব নেতারা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছেন।পুরোনোদের ডিঙিয়ে এরা এমপি পদে প্রার্থী ও মনোনয়ন লাভের আশায় ঘন ঘন ছুটছেন ঢাকায়।
কালো টাকার পাহাড় গড়া কোন কোন নেতা ইতোমধ্যে নিজস্ব বলয় তৈরী করে বর্তমান এমপিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।এমপিলীগও বসে নেই।দুইবার, তিনবার এমপি হয়েও তাদের অনেকের খায়েশ পূরণ হচ্ছেনা।আবারও সুযোগ চান এমন এমপির সংখ্যাই বেশী।যেন আর কেউ প্রার্থী হতে না পারে।যেন তিনি একাই একশ।এমন নোংরা রাজনীতির লড়াইয়ে অনেকে মিলেমিশে একাকার। তাই নির্বাচনের মনোনয়নের দৌঁড়ে চট্টগ্রামে এমপিলীগ ও নতুন লীগের মুখোমুখি নীরব লড়াই জমে উঠতে শুরু করেছে।