প্রিয় পাঠকঃমধ্যপ্রাচ্যের দেশ কাতারে ফুটবলের বিশ্ব আসরে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এই ফরাসি ফুটবলার। আর পাঁচ ম্যাচে চার গোল করে এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অলিভার জেরার্ড।
তিনটি করে গোল করে এই তালিকায় আরও আছেন ইংল্যান্ডের বুকায়ো সাকা, স্পেনের আলভারো মোরাতা ও মার্কাস রাশফোর্ড, ব্রাজিলের রিচার্লিসন এবং পর্তুগালের গনসালো রামোস।
তবে কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের দল বিদায় নিয়েছে। তাই গোল্ডেন বুট জেতার লড়াইয়ে টিকে রয়েছেন এমবাপ্পে, মেসি ও জেরার্ড।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। করেছিলেন চার গোল। এবার দারুণ ফর্মে রয়েছেন মেসি। তাই এবারও সেরা ফুটবলারের পাশাপাশি গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এগিয়ে থাকছেন মেসি। আর একটি গোল করলেই নাম লেখাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে।