প্রিয় পাঠকঃগরমে বাংলাদেশের এয়ার কন্ডিশনার বাজারে লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। এসি প্রস্তুতকারী ও ব্যবসায়ীদের মতে, বছরের প্রথম তিন মাসে এসি বিক্রি ২৫-৩০ শতাংশ বেড়েছে, যা গতবছরের তুলনায় কয়েক গুন বেশি।
গ্রি এসির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট জানিয়েছে, ২০২০ সালে করোনা সংক্রান্ত ভুল তথ্য ও মহামারিকালে ব্যবসায়িক জটিলতায় এসি বিক্রি অনেকাংশে কমে যায়।
কিন্তু ঘরে বেশি সময় থাকার কারণে আবাসিক এসির প্রয়োজনীয়তা বেড়ে যায়। এছাড়া, দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন, মাথাপিছু আয় বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণির প্রসার, সুলভ মূল্যে এসি এবং এসিকে বিলাসপণ্য থেকে প্রয়োজনীয় পণ্যে পরিণত করায় বাজার বৃদ্ধিতে ভূমিকা রাখে।
সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশের তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ফ্যানের বাতাসেও গরম এড়ানো যাচ্ছে না। এই সময়ে সবাই এসি ব্যবহারে আগ্রহী হচ্ছেন। এজন্য এসির বাজার এখন ঊর্ধ্বমুখী।
এছাড়া এসির দাম মধ্যবিত্তের সামর্থ্যের মধ্যে আসার কারণে এর ব্যবহার বাড়ছে।