প্রিয় পাঠকঃবিকেল ৫টা থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত আগামীকাল থেকে কার্যকর হচ্ছে না। সকালে পেট্রোবাংলার সঙ্গে সিএনজি স্টেশন মালিকদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ১৫ই সেপ্টেম্বর প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ৬ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখতে নির্দেশনার কথা জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। ৬ ঘন্টার বদলে প্রস্তাব দিয়েছেন ৩ ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা।
সচিব বলেন, শিল্প কারখানায় চাহিদা তুলনায় গ্যাসের সরবরাহ দিতে না পারায় আগেই এমন সিদ্ধান্ত চালু ছিল। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি হওয়ায় চাহিদা মেটাতে আপাতত বিদ্যুৎ কেন্দ্রেও সরবরাহ কমানো হয়েছে।
২০১৯ সালের পহেলা আগস্ট থেকে ২৪ ঘণ্টা খোলা রয়েছে সিএনজি স্টেশনগুলো। এর আগে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ ছিল সিএনজি স্টেশন।