শনিবার, ২৫ মার্চ ২০২৩

কারফিউ পাস !!!

কারফিউ পাস !!!

কারফিউ পাস !!!

সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

 

 

১৮ বার পড়া হয়েছে

মনজুরুল আহসান বুলবুলঃ
আজকের অনেক তরুন সাংবাদিক বন্ধুরা হয়তো জানেনই না, এই দেশ, এই রাজধানী ছিল এক সময় কার্ফু আক্রান্ত। আমরা যারা সে সময় সাংবাদিকতা করতাম তাদের কারফিউ পাস নিয়ে পথ চলতে হতো। রাতেতো বটেই, কখনও দিনেও। পথে পথে পুলিশ বা সেনা টহল দলকে দেখাতে হতো এই পাস।
পুরনো কাগজ ঘাঁটতে গিয়ে মিললো দুটি:
১. পাস নম্বর ১০৪৮ । তখন আমি সংবাদ এর সহ সম্পাদক।পাসটি ইস্যু হয়েছে ২৯/১১/৮৭। মেট্রোপলিটান পুলিশ ইস্যু করেছে পাসটি কারফিউ চলাকালীন সময়ের জন্য ।
২. পাসটি ইস্যু হয়েছে ৪/৩/৮৫। তখন আমি ময়মনসিংহে জাহান পত্রিকার প্রধান সহ সম্পাদক (চীফ সাব)। এর মেয়াদ ছিলো ইস্যু করার পর সাতদিন। মানে পরে আবার পাস নিতে যেতে হতো।
তখন কাদের রাজত্বকাল এদেশে সহজেই জানা যাবে। এই ছোট দুটি কাগজ এদেশে অন্ধকার যুগের সাক্ষী। গবেষকরা গবেষনা করতে পারেন।

ট্যাগ :

আরো পড়ুন