প্রিয় পাঠকঃসারাদেশে পণ্যের দামের কারসাজি ঠেকাতে সরকারের নজরদারির অংশ হিসেবে এস আলমের চিনির কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে কারখানাটিতে কোন ধরনের ত্রুটি খুঁজে পানটি সংশ্লিষ্টরা ।
শনিবার (২২ অক্টোবর)চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটার ইছানগর এলাকার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চলতি সপ্তাহের সোমবার (২৪ অক্টোবর) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের অধীনে চিনির দাম নিয়ন্ত্রণে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমরা বাজারের চিনির উৎপাদনসহ খুচরা বাজারের সাপ্লাই চেইন ঠিক আছে কিনা তা খতিয়ে দেখছি। তাছাড়া বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।