প্রিয় পাঠকঃসিলেট-চট্টগ্রাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হলো আজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এ সার্ভিস চালু করেছে।
বুধবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ৭৪ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উদ্বোধনী ফ্লাইট। বিমানটি ১ ঘন্টা ১০ মিনিটে সিলেট পৌঁছে আবার চট্টগ্রামে ফিরে আসবে।
বিমান অফিস সূত্রে জানা গেছে, সিলেট-চট্টগ্রাম রুটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করা হবে। আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ১৭ মার্চের টিকিটে ১৭ শতাংশ ছাড় পাচ্ছেন যাত্রীরা। মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার ও সেলস কাউন্টার থেকে কেনা যাবে।