প্রিয় পাঠকঃতত্ত্বাবধায়ক সরকার ও নিত্যপণ্যের দাম সহনীয় করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) দেশের বিভিন্ন মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি। বিক্ষোভ সমাবেশে আগামী রমজানের পর সরকারবিরোধী কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান দলটির মহাসচিব।
নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। সরকারের অনিয়ম-দুর্নীতি দেশের অর্থনৈতিক অবস্থা ফোকলা করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, রমজানের পর সরকারবিরোধী কঠোর ও নতুন কর্মসূচি দেয়া হবে। সবাইকে এই আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
সরকারের দুর্নীতির ফিরিস্তি দিয়ে এ সময় মির্জা ফখরুল বলেন, ‘টিআইবির এক প্রতিবেদন বলছে আমাদের বছরে ১০ হাজার কোটি টাকা ঘুষ দিতে হচ্ছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ৭৪ ভাগের বেশি দুর্নীতি হয়েছে পুলিশে, পরে রয়েছে পাসপোর্ট, বিআরটিএসহ ভূমি সেবা। শিক্ষা প্রতিষ্ঠানেও ঘুষ ছাড়া ভর্তি ও নিয়োগ হয় না। পিয়নের চাকরির জন্য ১৫ লাখ টাকা ঘুষ দিতে হয়।’