মঙ্গলবার, ৩০ মে ২০২৩

ইয়াসের প্রভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ডে পানি

ইয়াসের প্রভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ডে পানি

ইয়াসের প্রভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ইয়ার্ডে পানি

বুধবার, ২৬ মে, ২০২১

 

 

৩২৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এবার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডেও জোয়ারের পানি প্রবেশ করেছে। যদিও নগরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোসহ নিম্নাঞ্চলে জোয়ারের পানি উঠেছে। তবে বন্দর ইয়ার্ডে জোয়ারে পানি উঠলেও অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।
বুধবার (২৬ মে) দুপুর ১২ টার দিকে বন্দরের ৫ নম্বর ইয়ার্ডের পাশ্ববর্তী মহেশখাল থেকে জোয়ারের পানি প্রবেশ করে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
তিনি বলেন, ‘জোয়ারের পানি প্রবেশ করায় বন্দরের এনসিটি, সিটিটি রেফার ইউনিট, আইসিডি ইউনিট প্লাবিত হয়। জোয়ারের প্রায় ৭ থেকে ৮ ইঞ্চি উচ্চতায় পানি প্রবেশ করে বন্দর ইয়ার্ডে। তবে এতে কন্টেইনার ভর্তি পণ্য নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। ভাটায় পানি নেমে যাবে।’

ট্যাগ :

আরো পড়ুন