বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার হস্তান্তর করা যাবে

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার হস্তান্তর করা যাবে

বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

 

 

৪২১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃচেক প্রতারণার অভিযোগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছাম্মৎ শামীমা নাসরিনসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী মো. ফারুক বলেন, ইভ্যালির বিজ্ঞাপন দেখে প্রভাবিত হয়ে তিনি ৭ লাখ ৩০ হাজার টাকার পণ্যের অর্ডার দেন। কিন্তু দীর্ঘসময়ে তার কাছে কোনো পণ্য সরবরাহ করা হয়নি। পরে ইভ্যালির অফিস থেকে চেক প্রদান করা হয়। চেক ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। তাই মামলাটি দায়ের করেছি।

এদিকে আদালত মামলাটি গ্রহণ করে চারজনের বিরুদ্ধে সমন জারি করেছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ সালেহ উদ্দীন।

ট্যাগ :

  • Sorry. No data so far.

  • Sorry. No data so far.

আরো পড়ুন