শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

ইভ্যালির মামলায় জামিন পেলেন অভিনেতা তাহসান

ইভ্যালির মামলায় জামিন পেলেন অভিনেতা তাহসান

ইভ্যালির মামলায় জামিন পেলেন অভিনেতা তাহসান

বুধবার, ২ মার্চ, ২০২২

 

 

৩৬১ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান জামিন পেয়েছেন।

বুধবার (২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ জামিন মঞ্জুর করা হয়।

এর আগে রেজাউল করিম চৌধুরীর আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাহসান। শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।একই মামলায় গত ৩ ফেব্রুয়ারি মিথিলা ও ৬ ফেব্রুয়ারি শবনম ফারিয়া স্থায়ী জামিন পান।

তাহসানের পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানসহ আরও অনেকেই। রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের বিরোধিতা করা হয়।

গত ২০ জানুয়ারি তাহসানের ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন উচ্চ আদালত।

ট্যাগ :

আরো পড়ুন