মঙ্গলবার, ৩০ মে ২০২৩

ইকবাল মাহমুদ কতজনকে দায়মুক্তি দিয়েছেন, জানতে চেয়েছে হাইকোর্ট

ইকবাল মাহমুদ কতজনকে দায়মুক্তি দিয়েছেন, জানতে চেয়েছে হাইকোর্ট

ইকবাল মাহমুদ কতজনকে দায়মুক্তি দিয়েছেন, জানতে চেয়েছে হাইকোর্ট

মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

 

 

৩৫৪ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃদুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন তার তালিকা চেয়েছে হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এই তালিকা চান।
পরে আদালত আগামী ১১ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। শুনানি শেষে দুদকের আইনজীবী জানান, কোনো মামলা থেকে দুর্নীতি দমন কমিশন কাউকে অব্যাহতি দিতে পারে না। তবে অনুসন্ধানে কিছু না পেলে মামলা বন্ধ করার পাশাপাশি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়ার ক্ষমতা রাখে।
এর আগে গত ১৪ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রায় ২০০ জনের অনুসন্ধান বন্ধ করে তাদের অব্যাহতি দিয়েছেন।
সেই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদককে এ সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে দাখিল করতে বলা হয়।
ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন। প্রায় পাঁচ বছর তিনি দায়িত্ব পালন করে গত ৯ মার্চ তিনি বিদায় নেন।

ট্যাগ :

আরো পড়ুন