শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছে

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারি পর্যন্ত

আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ জানুয়ারি পর্যন্ত

বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

 

 

২৪৩ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃআয়কর রিটার্ন দেয়ার সময় একমাস বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। বুধবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানকে সামনে রেখে এনবিআর জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য: ‘যথাযথ কর প্রদানের মাধ্যমে করদাতাদের রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

এদিকে মঙ্গলবার (২৯ নভেম্বর) আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়াতে অনুরোধ জানিয়ে এনবিআর’কে চিঠি দিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। এদিন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি এনবিআর-এর চেয়ারম্যান বরাবর পাঠানো হয়।

ট্যাগ :

  • Sorry. No data so far.

  • Sorry. No data so far.

আরো পড়ুন