প্রিয় পাঠকঃমার্কিন শীর্ষ ধনী অ্যামাজনের মালিক ও ভারতের রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানির মধ্যে ব্যবসা বিতর্ক আদালত পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে সিঙ্গাপুর আদালত রায় দিয়েছে। এখন এ রায় ভারতে বহাল থাকে কি না তার ওপর অনেকটাই নির্ভর করছে দেশটিতে বিদেশি বিনিয়োগের আকর্ষণের বিষয়।
বিশ্বের এই দুই শীর্ষ ধনী জেফ বেজোস ও মুকেশ আম্বানির মধ্যে ভারতের ১ ট্রিলিয়ন ডলারের খুচরা বাজার দখল নিয়ে বাণিজ্যিক যুদ্ধ চলছে রীতিমত। অ্যামাজনের ফিউচার রিটেইল লিমিটেডের সম্পদ অধিগ্রহণের বিষয়টি নিয়েই এ যুদ্ধ শুরু হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রির সঙ্গে। ভারতের সবচেয়ে বড় ধরনের বিনিয়োগ এটি। কিন্তু দিল্লির হাইকোর্টের একজন বিচারক অ্যামাজনের কাছে ফিউচার গ্রুপের সম্পদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। অ্যামাজন অবশ্য এর বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। এখন সিঙ্গাপুরের আদালত কিংবা বিদেশি আইনজীবীদের দেয়া রায় ভারতের আদালতে বহাল থাকে কি না সেদিকে গভীর দৃষ্টি রাখছে বিদেশি বিনিয়োগকারীরা। কারণ এটি তাদের জন্যে গুরুত্বপূর্ণ নজির সৃষ্টি করতে পারে।
Sorry. No data so far.
Sorry. No data so far.