প্রিয় পাঠকঃযুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের সিইও আবারো শীর্ষ ধনীর তালিকার পয়লা নম্বরে উঠে এসেছেন। ব্লুমবার্গের ধনকুবেরের তালিকায় গত বছরের ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
সোমবার বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে আবারও এলন মাস্ক শীর্ষ ধনী হয়েছেন। গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনে এ শীর্ষ অবস্থান হারান তিনি।
এলন মাস্ক ইতিহাসে সবচেয়ে বড় সৌভাগ্যের রেকর্ডও গড়েন গত বছরের শেষের দিকে। মাস্ক প্রথম ব্যক্তি যিনি ২০০ বিলিয়ন সম্পদ হারান। ২০২১ সালের নভেম্বরে প্রায় ৩৪০ বিলিয়ন থেকে ২০২২ সালের ডিসেম্বরে এলন মাস্কের সম্পদ ১৩৭ বিলিয়নে নেমে আসে।
ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, গতকাল সোমবার এলন ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ কোটি ডলারে। আর বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫৩০ কোটি ডলার। টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইলন মাস্কের সম্পদ বেড়েছে।