শনিবার, ২৫ মার্চ ২০২৩

আদানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট মুকেশ আম্বানির

আদানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট মুকেশ আম্বানির

আদানিকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর মুকুট মুকেশ আম্বানির

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

 

 

১৫ বার পড়া হয়েছে

প্রিয় পাঠকঃপ্রিয় পাঠকঃবিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় কয়েক ধাপ নেমে যাওয়ার পর, এবার এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির তকমা হারালেন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। তাকে টপকে আবারও এশিয়ার শীর্ষ ধনীর স্থান দখল করছেন আরেক ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি।

কয়েকদিন আগে মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর শেয়ারবাজারে আদানি গ্রুপের টালমাটাল অবস্থার সৃষ্টি হয়। দ্রুত কমতে থাকে শেয়ারের দাম। এমন পরিস্থিতিতে কয়েক দিনে প্রায় ৭ হাজার ৪০০ কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয় আদানি গ্রুপ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলে, ৭ হাজার ৪০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়ে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় গৌতম আদানি তিন থেকে ১৫ তে নেমে এসেছেন। ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, বুধবার (১ ফেব্রুয়ারি) গৌতম আদানির সম্পদের পরিমাণ ছিল ৮০.৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে, ফোর্বসের বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় শীর্ষ ১০ এ প্রবেশ করেছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ৮ হাজার ৩৭০ কোটি ডলারের সম্পদ নিয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় নবম অবস্থানে রয়েছেন আম্বানি।

ট্যাগ :

আরো পড়ুন