জুবায়ের সিদ্দিকীঃদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামীলীগের বিরুদ্ধে তৃণমূলের মতামতকে উপেক্ষা করার অভিযোগ উঠেছে।গত সপ্তাহে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় তিন নেতার বক্তব্য ছিল পুরোটা সময়।সেখান থেকে ৬ নির্দেশনা পেলেও মযমনসিংহ থেকে আগত প্রতিনিধিরা কেউ কিছু বলার সুযোগ পাননি।
আগামী বর্ধিত সভায় বলতে পারবেন, এমন আশ্বাস নিয়ে ফিরতে হয়েছে ময়মনসিংহ প্রতিনিধিদের।এই বিষয়ে অনেকটা আশাহত হলেও তারা কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।এরকম বাস্তবতায় তৃণমূলের মতামতকে উপেক্ষা করার অভিযোগ দলের বিরুদ্ধে।তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্রীয় নেতারা।তারা বলছেন,তৃণমূলে আওয়ামীলীগের নেতাকর্মীরাই দলের মূল চালিকা শক্তি।তাদের অস্বীকার করার প্রশ্নই উঠেনা।তৃণমূলের অভিযোগ, আমাদের কি পাত্তা দেওয়া হচ্ছেনা?