প্রিয় পাঠকঃঅর্থনীতির সক্ষমতা বৃদ্ধির স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থকে প্রাধান্য দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷সোমবার সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি কার্যকরী পরিষদের সাথে মতবিনিময়েকালে মেয়র এ মন্তব্য করেন।
এসময় নবনির্বাচিত পরিষদের সদস্যরা মার্কেটের জেনারেটর, নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যার কথা জানালে মেয়র পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরিষদের সদস্যরা জানান, মার্কেটের আধুনিকায়নের পাশাপাশি ঐতিহ্য ও ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে এনে মার্কেট বাঁচাতে কাজ করছে বর্তমান পরিষদ।
সভায় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি আহম্মদ হোসেন, সাধারণ সম্পাদক ছালেহ্ আহমেদ মনু, সহ-সভাপতি মোঃ ইব্রাহীম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হানিফ পেয়ারু, নাজিম উদ্দিন আহম্মদসহ পরিষদের সদস্যবৃন্দ।