প্রিয় পাঠকঃগবেষকরা ১৭ লাখ ২৫ হাজার ৯৯৪ জনের তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন অর্থই তাদের জীবনমান উন্নয়নে প্রধান ভূমিকা রেখেছে। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ছিলেন ৩৩ হাজার ৩৯১ জন। এসব মার্কিন নাগরিকরা বলছেন তাদের পারিবারিকভাবে আয় যত বেড়েছে ততই তারা সুখী অনুভব করেছেন। এর আগে আরেক গবেষণায় বলা হয়েছিল এধরনের সুখ পেতে বছরে অন্তত ৭৫ হাজার ডলার আয়ের উৎস থাকা জরুরি। কিন্তু নতুন গবেষণা বলছে অর্থ সত্যিই আপনাকে সুখী করে এবং আপনি কতটা ধনী তার ওপর সেটি নির্ভর করে না। ডেইলি মেইল
দীর্ঘদিন ধরে ধারণা বিরাজ করছে অর্থ একটি নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত মানুষের জীবনকে সুখী করে তুলতে পারে। এবং এক পর্যায়ে অর্থ অনর্থের কারণও হয়ে দাঁড়াতে পারে। কিন্তু নতুন গবেষণায় বলা হচ্ছে আপনি ধনী হচ্ছেন এ অনুভূতি আপনার মনের সুখ ও সুস্থতা বাড়িয়ে দেয় যার কোনো সীমাবদ্ধতা নেই। ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার অধ্যাপক ড. ম্যাথিউ কিলিংসওয়ার্থ বলেন সম্পদ ও মঙ্গলের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। তিনি গবেষণায় দেখতে পেয়েছেন মোবাইল ফোনে প্রশ্ন করা হয়েছে, ঘুম থেকে ওঠার পর, ঠিক এখনি আপনার কেমন লাগছে, কেমন অনুভব করছেন? এধরনের প্রশ্নের উত্তরে ধনীরা বলেছেন ভাল, বেশ ভাল। দেখা গেছে উচ্চ আয়ের মানুষ তাদের জীবনকে অতি সহজে সুনিয়ন্ত্রণে রাখতে পারে। যা তাদের জীবন পারতপক্ষে সুখ সৃষ্টি করে। তার মানে সুস্থতা পরিবারের আয়ের সাথে রৈখিকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এধরনের প্রভাবের কোনো সীমা নেই। এ গবেষণার ফলাফল প্রকাশ করে প্যানাস।